
সিলেট প্রতিনিধিঃ | মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১ | প্রিন্ট
সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, শ্রমিকরা দেশের উন্নয়নের চালিকা শক্তি। তাদের শ্রমের মর্যাদা দিতে হবে। তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে।
তিনি সিলেট জেলা বাস মিনিবাস, কোচ,মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং বি-১৪১৮ ) এর পক্ষ থেকে তাঁর সম্মানে আয়োজিত সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে একথা বলেন।
সোমবার বেলা ১২টায় পুরাতন স্টেশন রোডস্থ কার্যালয়ে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট জেলা বাস মিনিবাস, কোচ মাক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী মো: ময়নুল ইসলাম। সাধারণ সম্পাদক মো: আব্দুল মুহিমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাজী রইছ আলী,মহানগর আওয়ামীগের দপ্তর সম্পাদক মহসিন কামরান,বন্দর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আতিকুর রহমান,দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগ নেতা আব্দুর রাজ্জাক,লাউয়াই স্পোটিং ক্লাবের সাধারণ সম্পাদক হাজী আব্দুস সত্তার। সভায় উপস্থিত ছিলেন সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাক্রোবাস শ্রমিক ইউনিয়নের কার্যকরি সভাপতি মো: রুনু মিয়া,সহ সভাপতি জসিম উদ্দিন যুগ্ম সম্পাদক আলী আকবর রাজন,সহ সাধারন সম্পাদক মাহবুব মিয়া,সাংগঠনিক সম্পাদক আবুল হাছনাত,প্রচার সম্পাদক হারিছ আলী, কোষাধ্যক্ষ আব্দুস সহিদ,সদস্য যথাক্রমে আতিক মিয়া,সাহেদ মিয়া,মকবুল হোসেন বাদল,আলা উদ্দিন,রিপন শাহ,জসিম উদ্দিন প্রমুখ।
এদিকে মোহাম্মদ আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও শিক্ষক মন্ডলীর সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের সাথে এক সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় গতকাল সোমবার দুপুরে অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আব্দুল আহাদ , শিক্ষানুরাগী সদস্য আলহাজ্ব আতিকুর রহমান, অভিভাবক সদস্য আহমেদ নুরুল ইসলাম ও পংকি মিয়া জালালি, প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুস ছালাম, সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আনোয়ারুল হক, সহকারী শিক্ষক মাওলানা রফিকুল ইসলাম, নাজিম উদ্দিন ও মো. শফিকুল ইসলাম, অফিস সহকারী মো. এমদাদুল হক এবং বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার পুত্র মো. মতিউর রহমান আল রাফি।
Posted ৫:৪৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১
সংবাদমেইল | Nazmul Islam
.
.