
বিশেষ প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | বৃহস্পতিবার, ১৮ অক্টোবর ২০১৮ | প্রিন্ট
চার বছর ধরে শেকলে বাঁধা সেই তৌফিক মিয়ার পাশে দাঁড়িয়েছে কুলাউড়া উপজেলা প্রশাসন। বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর তৌফিকের বাড়িতে যান কুলাউড়া উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম ও উপজেলা সমাজ সেবা অফিসার নুরুল মাহমুদ। এসয় শেকলে বন্ধি তৌফিলের ভাইয়ের হাতে তুলে দেন প্রতিবন্ধী ভাতার বই ও নগদ ৫ হাজার টাকা সাথে তার পরিবারের খবরা-খবর নেন উপজেলা চেয়ারম্যান।
তৌফিক মিয়ার বাড়িতে নলকূপ (টিউবওয়েল) নেই। তৌফিক উপজেলা চেয়ারম্যানের কাছে একটি নলকূপের আবেদন করলে তিনি তা এক মাসের মধ্যে উপজেলা পরিষদ থেকে দেওয়ার আশ্বাস দেন। এবং উপজেলা পরিষদ থেকে এই অসহায় পরিবারের প্রতি সাহায্য অব্যাহত থাকবে বলেও তিনি অাশ্বাস দেন।
‘কুলাউড়ায় ৪ বছর থেকে শেকলে বাঁধা তৌফিক মিয়ার জীবন’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয় বিভিন্ন গণমাধ্যমে। সংবাদটি প্রকাশের পর দেশ ও প্রবাসে অবস্থানরত বিভিন্ন ব্যক্তিবর্গ তৌফিক মিয়ার চিকিৎসা ও তার অসহায় পরিবারের প্রতি আর্থিক সহযোগীতা করেছেন।
Posted ১:১৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ অক্টোবর ২০১৮
সংবাদমেইল | Nazmul Islam
.
.