
বিশেষ প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | মঙ্গলবার, ২৪ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট
ঢাকা: রাজধানীবাসীর ভোগান্তির বিষয়টি বিবেচনা করে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার ছাড়া সপ্তাহের অন্যদিনগুলোতে শোভাযাত্রা (র্যালি) না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।
মঙ্গলবার বিকেলে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত ছাত্রলীগের পূর্ণমিলনী অনুষ্ঠানে সংগঠনটির সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এই আশ্বাস দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বর্তমান কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাত্রলীগের নেতাকর্মীদেরকে উদ্দেশ্য করে বলেন, “রাস্তা বন্ধ করে র্যালি করা যাবে না।”
তিনি বলেন, “প্রধানমন্ত্রীর নির্দেশে এখন থেকে রাজধানীবাসীর ভোগান্তির বিষয়টি মাথায় রেখে কর্মসূচি পালন করতে হবে। ভবিষ্যতে এ বিষয়টি খেয়াল রাখতে হবে।”
ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের পরই পুর্নমিলনী অনুষ্ঠানের সঞ্চালক জাকির হোসাইন বলেন, “বাংলাদেশ ছাত্রলীগ সিদ্ধান্ত নিয়েছে যে আজ থেকে শুধুমাত্র শুক্র ও শনিবার রাজধানীতে কর্মসূচি পালন করা হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ।
সংবাদমেইল২৪.কম/এন আই/এনএস
Posted ৬:৪৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৪ জানুয়ারি ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.