স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | মঙ্গলবার, ১১ এপ্রিল ২০১৭ | প্রিন্ট
ঢাকা: সিলেটের আলোচিত শিশু শেখ সামিউল আলম রাজন হত্যা মামলায় কামরুলসহ চারজনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাই কোর্ট।
মঙ্গলবার দুপুরে বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
গত ১২ মার্চ মামলার ডেথ রেফারেন্স ও জেল আপিলের শুনানি শেষ করার পর আদালত রায় ঘোষণার জন্য মঙ্গলবার দিন ধার্য করেছিলেন।
এর আগে রাজন হত্যা মামলায় বিচারিক আদালত ১০ আসামির মধ্যে চারজনকে মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন, তিনজনের সাত বছর করে এবং অপর দুজনের এক বছর করে কারাদণ্ড দেন।
পলাতক পাভেল আহমেদ ছাড়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর তিন আসামি জেল আপিল করেছেন। এ ছাড়া যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত নূর মিয়ার আপিলের ওপরও শুনানি হয়।
উল্লেখ্য, ২০১৫ সালের ৮ জুলাই সিলেটের কুমারগাঁওয়ে রাজনকে নির্মম নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়। নির্যাতনের সময় ঘাতকরা নির্যাতনের দৃশ্য ভিডিওচিত্রে ধারণ করে ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে দিলে এ নিয়ে দেশ-বিদেশে আলোড়ন সৃষ্টি হয়।
সংবাদমেইল২৪.কম/এন আই/জে এইচ জেড
Posted ৭:৫৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ১১ এপ্রিল ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.