
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | মঙ্গলবার, ২২ নভেম্বর ২০১৬ | প্রিন্ট
ঢাকা: শিশু একাডেমির পরিচালক পদে নিয়োগ দেয়া হয়েছে শিশু সাহিত্যিক ও ছড়াকার আনজীর লিটনকে।
সোমবার শিশু একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আগামী এক বছরের জন্য আনজীর লিটনকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে রোববার এক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আনজীর লিটন লেখালেখির স্বীকৃতিস্বরূপ অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার, এম নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার, কুসুমের সেরা সাহিত্য পুরস্কার, ফুটতে দাও ফুল সম্মাননা পদকসহ বেশকিছু পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন।
তিনি ১৯৬৫ সালের ১৭ জুন ময়মনসিংহে জন্মগ্রহণ করেন। তার শৈশব-কৈশোর কেটেছে গ্রামে। আনজীর লিটনের প্রথম লেখা প্রকাশিত হয় ‘দৈনিক জাহান’ এ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে পড়াশুনা করেছেন তিনি।
তার প্রথম বই ‘খাড়া দুটো শিং’ প্রকাশিত হয় ১৯৯২ সালে। এ ছাড়া আনজীর লিটনের উল্লেখযোগ্য প্রকাশিত বইগুলো হচ্ছে- আগে গেলে বাঘে খায়, বিড়ালটি সিমকার্ড খেযয়ে ফেলেছে, দুধ সাদা রঙ আলোরে, সাদা গাছের পাতা, সবুজ ঘাসের সাইকেল, গুড বয় ব্যাড বয়, ছোটদের নাটিকা, ছড়াসমগ্র-১, ভূতের গলির ভূত প্রভৃতি। লিখেছেন নাটক, গল্প, কিশোর উপন্যাসও। এ ছাড়া তিনি রেডিও টেলিভিশনে বিভিন্ন অনুষ্ঠান পরিকল্পনা ও গ্রন্থনা করছেন।
সংবাদমেইল২৪.কম/এন আই/এনএস
Posted ১০:২২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২২ নভেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.