সিলেট প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৭ | প্রিন্ট
লেট নগরীর শিবগঞ্জ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের সামনে ছোট ভাইকে উদ্ধারে গিয়ে খুন হয়েছেন সিলেট জেলা ছাত্রলীগ কর্মী জাকারিয়া মো. মাসুম (২৪)। বুধবার বিকেলে আজাদ গ্রুপের অনুসারী ছাত্রলীগের টিটু চৌধুরীর নেতৃতে এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ উটেছে।
মাছুম আনোয়ারুজ্জামান চৌধুরী সমর্থিত গ্রুপের কর্মী ও নগরীর ছড়ারপাড় এলাকার মাসুক মিয়ার পুত্র। তাদের গ্রামের বাড়ি দক্ষিণ সুনামগঞ্জ।
মাসুমের ছোট ভাই খালেদ জানান- টিটু গ্রুপের ৭/৮ জন তাকে প্রথমে জিম্মি করে রাখে। এ সময় খালেদের মোবাইল থেকে মাসুমকে ফোন করে বলা হয় খালেদ এক্সিডেন্ট করেছে। মাসুমকে শিবগঞ্জ হাতিম আলী স্কুলের সামনে আসতে বলা হয়। মাসুম এখানে আসা মাত্রই কয়েক জন তার ভাই মাসুমকে স্টেপিং করে গুরুতর আহত করে। পরে স্থানীয় লোকজন মাসুমকে ওসমানী হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন। শাহপরান থানার ওসি আখতার হোসেন জানান- পূর্ব শক্রতার জের ধরে মাছুম নিহত হয়েছেন। দিনেদুপুরে মাছুমকে কারা খুন করেছে, তা অবশ্যই জানা যাবে। প্রকৃত অপরাধীদের সনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা হবে।
Posted ১:৩৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.