নিরাপদ সড়ক ও দেশব্যাপী শিক্ষার্থীদের হাফ পাসের দাবিতে আজও রাজধানীতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। গণপরিবহনে নৈরাজ্য ও দুর্নীতির বিরুদ্ধে স্লোগান তুলে লাল কার্ড প্রদর্শনের মাধ্যমে প্রতিবাদ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। শনিবার (৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর রামপুরায় ৯ ও ১১ দফা দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি করে শিক্ষার্থীদের দু’টি অংশ। যেখানে দফায় বিভক্তি থাকলেও হাফ পাস ও নিরাপদ সড়কের মূল দাবিতে সবাই সোচ্চার। এ সময় তারা রোববার শাহবাগ থেকে প্রতীকী লাশের মিছিল ও ১০ ডিসেম্বর সারা দেশে সমাবেশের ঘোষণা দেন।
-সংগৃহীত
Posted ২:১০ পূর্বাহ্ণ | রবিবার, ০৫ ডিসেম্বর ২০২১
সংবাদমেইল | Nazmul Islam