
সিলেট জেলা প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | শনিবার, ২১ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট
ফটো:সংবর্ধিত অতিথির বক্তব্য প্রদানকালে সিলেটের বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দীন আহমেদ
সিলেটের বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দীন আহমেদ বলেছেন আলোকিত জীবন গঠন করতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষা ছাড়া সুন্দর, সুশৃঙ্খল ও আলোকিত জীবন গঠন অসম্ভব। এজন্য সকল শিক্ষার্থীদের পড়াশোনায় গভীর মনোযোগী হতে হবে। সিলেট মডেল স্কুল অ্যান্ড কলেজ পর্যায়ক্রমে উন্নয়ন অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছে। পাশাপাশি এই ধারাবাহিকতা সকলকে ঐক্যবদ্ধভাবে কাজের মাধ্যমে ধরে রাখার আহবান জানান। সিলেট মডেল স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে এক মতবিনিময় সভা ও তাঁকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
(২১ জানুয়ারি) শনিবার সকাল ১০টায় সিলেট নগরীর ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ সিলেট মডেল স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে কলেজের অধ্যক্ষ ও শিক্ষাবিদ মো. আব্দুল মান্নান খানে সভাপতিত্বে ও প্রভাষক মাহমুদা খানমের পরিচালনায় বক্তব্য রাখেন শিক্ষক করম আলী,আবু তাহের,আব্দুল মালিক,অভিভাবক প্রতিনিধি এটিএম বদরুল ইসলাম।
অনুষ্ঠানে সংবর্ধিত বিদায়ী বিভাগীয় কমিশনার জামাল উদ্দীন আহমেদকে ফুলের শুভেচ্ছা,ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়। এছাড়াও প্রজেক্টরের মাধ্যমে উন্নয়নচিত্র উপস্থাপন করেন শিক্ষক খায়রুল আলম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মো. ইমরান ও পবিত্র গীতাপাঠ করেন শ্রুতি পুরকায়স্থ। দেশাত্মবোধক সংগীত পরিবেশন করেন জেসিকা নওরিন বৃষ্টি।
সংবাদমেইল২৪.কম/এসএ/এনএস
Posted ৩:৪৭ অপরাহ্ণ | শনিবার, ২১ জানুয়ারি ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.