
বিনোদন ডেস্ক,সংবাদমেইল২৪.কম | মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০১৭ | প্রিন্ট
শাকিব-বুবলীর নতুন ছবির শুটিং শুরু হচ্ছে ৬ অক্টোবর (শুক্রবার) থেকে। ছবির নাম ‘চিটাগাইঙ্গা পোয়া ও নোয়াখাইল্যা মাইয়্যা’। ছবিটি প্রযোজনা করেছেন শাপলা মিডিয়া।
প্রতিষ্ঠানটির কর্ণধার ও ছবির প্রযোজক সেলিম খান নিউজবাংলাদেশকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, “৬ অক্টোবর থেকে চিটাগাইঙ্গা পোয়া ও নোয়াখাইল্যা মাইয়্যা ছবির শুটিং শুরু হবে। চলবে ১১ তারিখ পর্যন্ত। শুটিং হবে ঢাকাতেই।”
ছবিটি পরিচালনা করবেন উত্তম আকাশ। তিনি জানান, ৬ তারিখ থেকে ১১ তারিখ পর্যন্ত শাকিব খান শুটিং করবেন। সঙ্গে বুবলীও থাকবেন। এরপর শাকিব ১২ তারিখ কলকাতা যাবেন। ফিরে আবার ২০ তারিখের পর শুটিংয়ে অংশ নেবেন। এর মধ্যে বাকি শিল্পীদের নিয়ে আমরা শুটিং চালিয়ে যাব।”
তিনি বলেন, “প্রথমে ঢাকা, এরপর কক্সবাজার, চিটাগাং ও পরে নোয়খালীর বিভিন্ন লোকেশনে ছবির শুটিং করা হবে।”
প্রসঙ্গত, গত মাসে শাপলা মিডিয়া থেকে ছবিটি নির্মাণের ঘোষণা আসে। এই প্রতিষ্ঠানের প্রযোজনায় ‘আমি নেতা’ ছবির শুটিং বর্তমানে চলছে। এছাড়া ‘মামলা হামলা ঝামেলা’ ও ‘কেউ কথা রাখেনি’ নামের আরো দুটি ছবি নির্মাণের কথা রয়েছে।
সংবাদমেইল/জেএইচজি
Posted ২:৪০ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.