
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | বুধবার, ১৪ ডিসেম্বর ২০১৬ | প্রিন্ট
ঢাকা: রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
(১৪ ডিসেম্বর) বুধবার সকাল ৭টার কিছু আগে প্রধানমন্ত্রী শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আসেন। এর পর রাষ্ট্রপতি আব্দুল হামিদ স্মৃতিসৌধে পৌঁছালে প্রধানমন্ত্রী তাকে স্বাগত জানান।
সকাল ৭টার কিচু পরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী স্মৃতিসৌধে অালাদাভাবে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। শহীদদের স্মরণে বিউগলে করুণ সুরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার সদস্য ও আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নিয়ে শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে সেখানে উপস্থিত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ বুদ্ধিজীবী সন্তানদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী স্মৃতিসৌধ ছেড়ে যাওয়ার পর শ্রদ্ধা নিবেদনের সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয়।
এর পর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন শ্রেণি-পেশার অপেক্ষমান হাজারো মানুষের শ্রদ্ধা নিবেদন শুরু হয়।
সংবাদমেইল২৪.কম/এসএ/এনএস
Posted ২:২৩ অপরাহ্ণ | বুধবার, ১৪ ডিসেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.