
স্পোর্টস রিপোর্টার, সংবাদমেইল২৪ডটকমঃ | সোমবার, ০৫ ডিসেম্বর ২০১৬ | প্রিন্ট
ঢাকা: চোটের কারণে নিউজিল্যান্ড সফর থেকে বাদ পড়েছেন পেসার মোহাম্মাদ শহীদ। এ কারণে নিউজিল্যান্ড সফরে শহীদের জায়গায় দলে ফিরছেন পেসার রুবেল হোসেন।
সোমবার এমন তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
বিপিএলে ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলার সময় হাঁটুতে চোট পান শহীদ। ফলে নিউজিল্যান্ড সফরে তার জায়গায় স্থলাভিষিক্ত হয়েছেন অভিজ্ঞ পেসার রুবেল হোসেন।
শহীদের পরিবর্তে নিউজিল্যান্ড সফরে কে দলে ফিরছেন এমন প্রশ্নে নান্নু বলেন,“শহীদের ইনজুরি থাকায় আমরা রুবেলকে বদলি হিসেবে নিয়েছি।”
চোটের কারণে ঘরের মাঠে নিউজিল্যান্ড সফরে খেলতে পারেনি শহীদ। ইনজুরি থেকে ফিরে বিপিএলে দারুণ সময় কাটাচ্ছিলেন ঢাকা ডায়নামাইটসের পেসার মোহাম্মদ শহীদ। আট ম্যাচে তিনি শিকার করেছেন ১৫ উইকেট। কিন্তু ২৬ নভেম্বর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে বাউন্ডারি সীমানার কাছে ফিল্ডিং করতে গিয়ে চোট পান শহীদ। চোটের কারণে এরপর আর মাঠে নামা হয়নি এ ডানহাতি পেসারের।
সংবাদমেইল২৪.কম/এএ/এনএস
Posted ৭:১০ অপরাহ্ণ | সোমবার, ০৫ ডিসেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.