
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | রবিবার, ২৪ জুন ২০১৮ | প্রিন্ট
কুলাউড়া উপজেলার বন্যা কবলিত শরীফপুর ইউনিয়নের দূর্গতদের মধ্যে ডুবাই চায়না মার্কেটে কর্মরত প্রবাসীদের অর্থায়নে ৪র্থ ধাপে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন প্লাটুন টুয়েলভ।
(২৪ জুন) রবিবার দুপুরে শরীফপুর তেলিবিল এহ ইয়া উল উলূম মাদরাসা মাঠে শতাধিক পরিবারের মধ্যে এ ত্রাণ সামগ্রী করা হয়।
এসময় উপস্থিত ছিলেন প্লাটুন টুয়েলভের সভাপতি রুবেল আহমেদ, সহ – সভাপতি আশিকুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক ছায়েম আহমেদ, প্রচার সম্পাদক মেহরাব হুসাইন,সহ অর্থ বিষয়ক সম্পাদক অলক চন্দ্র, অথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক জাহিদ হাসান শিবলু, সদস্য কাউসার উদ্দিন, আজহার মুনিম শাফিন, সমাজ সেবা তেলিবিলের উপদেষ্টা আসাদুর রহমান, তরুণ সংগঠক জালাল আহমেদ, মুহিব, শাহবুদ্দিন, ইকবাল, নজরুল, মজম্মিল, জনি, সেলিম, হাবিব, জাবেদ, রিপন, মনসুর, শাহিন, রাজু,বদরুল, সামাদ প্রমুখ।
উল্লেখ্য, প্লাটুন টুয়েলভ এর উদ্যোগে ১৬ জুন হাজিপুর ইউনিয়নে প্রথম ধাপে প্রায় ১৩০ টি, ১৮ জুন ২য় ধাপে রাউৎগাও ও টিলাগাও ইউনিয়নে শতাধিক,১৯ জুন ৩য় ধাপে হাজিপুর ইউনিয়নের পীরেরবাজার ও পাইক পাড়াবাজারে শতাধিক পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
Posted ৬:৪২ অপরাহ্ণ | রবিবার, ২৪ জুন ২০১৮
সংবাদমেইল | Nazmul Islam
.
.