
বিশেষ প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০১৭ | প্রিন্ট
মৌলভীবাজারের কমলগঞ্জে ইসলামিক ফাউন্ডেশন এর ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শমশেরনগরে র্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
(২২ মার্চ) বুধবার সকাল সাড়ে ৯ টায় ইসলামিক মিশন শমশেরনগর কেন্দ্রের উদ্যোগে র্যালী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ইসলামিক মিশন কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শমশেরনগর ইসলামিক মিশন সিনিয়র মেডিকেল অফিসার ডা: মো: মোহেব্বুবুল হক এর সভাপতিত্বে ও হিসাব রক্ষক মো: খাইরুল আমীন এর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ ম. মুর্শেদুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এএটিএম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মাওঃ খলিলুর রহমান, ইউপি সদস্য রায়হান ফারুক। বক্তব্য রাখেন হোমিও চিকিৎসক ডা. শরফুদ্দীন হোসেন চৌধুরী। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সংবাদমেইল২৪.কম/জয়নাল/এনএস
Posted ১:১৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.