
বিশেষ প্রতিনিধি: | সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১ | প্রিন্ট
সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য হাবিবুর রহমান শপথ নিয়েছেন। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি।
রোববার (১২ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ সদস্য হাবিবুর রহমানকে শপথবাক্য পাঠ করান।
সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম শপথ গ্রহণ অনুষ্ঠান সঞ্চালনা করেন। শপথ অনুষ্ঠানে জাতীয় সংসদের সরকার দলীয় চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ও হুইপ ইকবালুর রহিম উপস্থিত ছিলেন। শপথ গ্রহণ শেষে হাবিবুর রহমান রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন। এ সময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়া উপ-নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিককে পরাজিত করে বিজয়ী হোন আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিব। নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী হাবিবুর রহমান হাবিব পেয়েছেন ৮৯ হাজার ৭০৫ ভোট।
Posted ১২:৪৯ পূর্বাহ্ণ | সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১
সংবাদমেইল | Nazmul Islam
.
.