
মৌলভীবাজার প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম: | বুধবার, ২০ ফেব্রুয়ারি ২০১৯ | প্রিন্ট
একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে নির্বাচিতরা এমপি হিসেবে দায়িত্ব পালনের শপথ নিয়েছেন সৈয়দা জোহরা আলাউদ্দিন।
স্পিকার শিরীন শারমিন চৌধুরী বুধবার সকাল সাড়ে ১০টায় সংসদের শপথ কক্ষে সংরক্ষিত আসনের ৪৯ জন সংসদ সদস্যকে শপথ পড়ান।
বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচিত ৪৩ জনের মধ্যে মৌলভীবাজার থেকে সৈয়দা জোহরা আলাউদ্দিন শপথ নিয়েছেন।
জোহরা আলাউদ্দিন একাধারে মৌলভীবাজার জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা। জাতীয় মহিলা সংস্থা ও মৌলভীবাজার মহিলা সমিতির সাবেক সভাপতি ও কাজীরগাও শহীদ জিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর করেন। জোহরা আলাউদ্দিন ছাত্রজীবনে ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। তার বাড়ী মৌলভীবাজার পৌর শহরের কাজীরগাও এলাকায়।
Posted ৭:১৮ অপরাহ্ণ | বুধবার, ২০ ফেব্রুয়ারি ২০১৯
সংবাদমেইল | Nazmul Islam
.
.