
আন্তর্জাতিক ডেক্স: সংবাদমেইল২৪.কম | শনিবার, ২১ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট
যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ক্যাপিটল হিলে দেশটির প্রধান বিচারপতি জন রবার্টস তাকে শপথ বাক্য পাঠ করান। এর মধ্য দিয়ে ওবামা যুগের শেষ হলো। শুরু হলো বিতর্কিত ট্রাম্প যুগের।
ট্রাম্পের আগে নতুন ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন মাইক পেনস।
গত নভেম্বরে হিলারি ক্লিনটনকে হারিয়ে গোটা বিশ্বকে চমকে দিয়ে ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হন ট্রাম্প। সেই নির্বাচন নিয়ে বিতর্ক এখনও পাথা মেলে বেড়াচ্ছে। অভিযোগ উঠেছে, রাশিয়া হ্যাকিংয়ের মাধ্যমে ট্রাম্পকে জয়ী হতে সহায়তা করেছে।
শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা, বিদায়ী ফার্স্ট লেডি মিশেল ওবামা, সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন, হিলারি ক্লিনটন, সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশ প্রমুখ।
তবে ট্রাম্পের শপথ অনুষ্ঠানের সময় তার বিরুদ্ধে রাস্তায় বিক্ষোভ হয়েছে।
বিবিসি জানিয়েছে, দিনের শুরুতে স্ত্রী মেলানিয়াকে নিয়ে হোয়াইট হাউসের কাছের একটি গির্জায় গিয়ে প্রার্থনা করেন ট্রাম্প। সেখান থেকে হোয়াইট হাউসে যান। সে খানে তাদের স্বাগত জানান বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামা। এরপর শপথ অনুষ্ঠানে যোগ দেন তারা। শপথ গ্রহণের পর নতুন প্রেসিডেন্ট হিসেবে বক্তব্য দেন ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্পের শপথ গ্রহণ উপলক্ষে ওয়াশিংটন শহরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। সম্ভাব্য বিক্ষোভ ঠেকাতে মোতায়েন করা হয় নিরাপত্তা বাহিনীর হাজার হাজার সদস্য।
সংবাদমেইল২৪.কম/ইএ/এনএস
Posted ১২:০৯ অপরাহ্ণ | শনিবার, ২১ জানুয়ারি ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.