
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২০ | প্রিন্ট
কুলাউড়ায় মীরশংকর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ২ দিন ব্যাপী ১৯তম তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্টিত হবে।
আগামী ২২-২৩ ফেব্রুযারী শনি ও রবিবার কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের মীরশংকর শাহী জামে মসজিদ সংলগ্ন মাঠে এই তাফসীরুল কোরআন মাহফিল বাদ যোহর হইতে মধ্যরাত পর্যন্ত অনুষ্টিত হবে।
ছাতক পেপার মিল জামে মসজিদের খতিব হযরত মাওলানা বশির উদ্দিনের সভাপতিত্বে ১ম দিন তাফসীর পেশ করবেন হযরত মাওলানা ড. সাইয়্যেদ কামাল উদ্দিন জাফরী (ঢাকা),হযরত মাওলানা সিফাত হাসান,হযরত মাওলানা সাদিক সিকানদার (সিলেট)।
২য় দিন তাফসীর পেশ করবেন হযরত মাওলানা মুফতি কাজী ইব্রাহিম, হযরত মাওলানা আবুল কালাম আজাদ আযহারী (ঢাকা), হযরত মাওলানা হাফিজুর রহমান প্রমুখ।
Posted ৬:৩৩ অপরাহ্ণ | বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২০
সংবাদমেইল | Nazmul Islam
.
.