
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | রবিবার, ২৩ এপ্রিল ২০১৭ | প্রিন্ট
ফাইল ফটো
সুনামগঞ্জের শনির হাওরে বাঁধের তিনটি স্থানে ভাঙন দেখা দিয়েছে। ওই ভাঙা অংশ দিয়ে অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি ঢুকতে শুরু করেছে।
রোববার সকাল ৯টার দিকে বাঁধের লালুর গোয়ালা, আহাম্মক খালী, রাধাপুর নামে তিনটি জায়গা দিয়ে পানি ঢুকতে শুরু করে।
গত ৩০ মার্চ থেকে অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের হাওরগুলোতে পানি ঢুকে ফসল তলিয়ে যায়। রক্ষা পায় শনির হাওর। টানা ২২ দিন তিনটি উপজেলার হাওরপারের ৪০ গ্রামের মানুষ স্বেচ্ছাশ্রমে বাঁধটি রক্ষা করে।
কিন্তু রোববার বাঁধ ভেঙ্গে পানি ঢুকতে শুরু করায় চিন্তিত হাওরবাসী। তার স্বেচ্ছাশ্রমে সেখানে সংস্কারের কাজ করছেন।
সুনামগঞ্জ জেলায় এবছর দুই লাখ ২৩ হাজার ৮৫০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছিল। প্রশাসন বলছে, পানিতে তলিয়ে ৮২ শতাংশ ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কৃষকরা বলছেন আরো বেশি।
পাহাড়ি ঢল থেকে রক্ষা পেয়েছিল শনির হাওর। এবার ২২ হাজার একর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে ওই হাওরে।
সংবাদমেইল২৪.কম/এইচ জেড/এন আই
Posted ৫:৫২ অপরাহ্ণ | রবিবার, ২৩ এপ্রিল ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.