
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | শনিবার, ০৮ এপ্রিল ২০১৭ | প্রিন্ট
ঢাকা: ভারতে চারদিনের রাষ্ট্রীয় সফরের দ্বিতীয় দিন শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা নরেন্দ্র মোদির সঙ্গে শীর্ষ বৈঠকে বসবেন।
দুপুরে নয়াদিল্লির হায়দরাবাদ হাউজে দুই দেশের প্রধানমন্ত্রী স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা করবেন। এসময় দুই নেতা একান্তে কিছুসময় কাটাবেন।
একান্ত আলোচনার পর দুই নেতার উপস্থিতিতে ১৫টি চুক্তি ১৫টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।
এসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীর হিন্দি সংস্করণ উন্মোচন করবেন দুই দেশের প্রধানমন্ত্রী।
বিকেল সাড়ে তিনটাং ম্যানেকশ’ সেন্টারে মহান মুক্তিযুদ্ধে শাহাদৎবরণকারী ভারতীয় সৈনিকদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মুক্তিযুদ্ধে নিহত সাত শহিদ ভারতীয় সেনা পরিবারকে আনুষ্ঠানিকভাবে সম্মাননাপত্র প্রদান করবেন।
সন্ধ্যায় প্রধানমন্ত্রী ভারতের উপ-রাষ্ট্রপতি হামিদ আনসারির সঙ্গে দেখা করবেন।
রাতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাদা করে বসতে পারেন তিনি। ওই সময় তিস্তা নিয়ে কথা বলবেন শেখ হাসিনা।
ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে শুক্রবার চারদিনের সফরে নয়াদিল্লি যান শেখ হাসিনা। ভারতের ভারী শিল্প প্রতিমন্ত্রী বাঙালি গায়ক বাবুল সুপ্রিয় শেখ হাসিনাকে স্বাগত জানানোর কথা থাকলেও পরে প্রটোকল ভেঙে শেখ হাসিনাকে স্বাগত জানান নরেন্দ্র মোদি নিজেই।
সংবাদমেইল২৪.কম/কেইউ/এন আই
Posted ১১:২৯ পূর্বাহ্ণ | শনিবার, ০৮ এপ্রিল ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.