
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | শুক্রবার, ০২ ডিসেম্বর ২০১৬ | প্রিন্ট
ঢাকা: হাঙ্গেরি সফর সম্পর্কে জনগণকে অবহিত করতে বিকেলে সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
শুক্রবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
হাঙ্গেরির প্রেসিডেন্ট ড. জানোস এডারের আমন্ত্রণে বুদাপেস্ট পানি সম্মেলন-২০১৬ উপলক্ষে চারদিনের সফর শেষে বুধবার রাতে দেশে ফেরেন প্রধানমন্ত্রী।
এটি ছিল বাংলাদেশি কোনো সরকার প্রধানের পূর্ব ইউরোপীয় দেশটিতে উচ্চপর্যায়ের সফর।
সফরকালে সোমবার দু’দিনব্যাপী বুদাপেস্ট পানি (বিডব্লিউএস-২৯১৬) সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেন শেখ হাসিনা।
এ ছাড়াও তিনি হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক এবং প্রেসিডেন্ট জানোস এডারের সঙ্গে সাক্ষাৎ করেন।
শেখ হাসিনা বুদাপেস্টের সিটি পার্কে হিরোস স্কয়ারে হাঙ্গেরির জাতীয় বীরদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
মঙ্গলবার সম্মেলনে উচ্চপর্যায়ের বৈঠকে এবং প্রেসিডেন্ট জানোস এডার আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নেন প্রধানমন্ত্রী।
একই দিন বাংলাদেশ-হাঙ্গেরিয়ান বিজনেস অ্যান্ড ইকোনোমিক ফোরামের উদ্বোধন করেন তিনি।
প্রধানমন্ত্রী মঙ্গলবার সন্ধ্যায় তার সম্মানে ফোর সিজনস হোটেলে অল ইউরোপিয়ান আওয়ামী লীগ আয়োজিত নাগরিক সংবর্ধনা সভায়ও বক্তব্য দেন।
সংবাদমেইল২৪.কম/এন আই/এনএস
Posted ৬:৫৯ অপরাহ্ণ | শুক্রবার, ০২ ডিসেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.