
সিলেট জেলা প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | শনিবার, ০৮ এপ্রিল ২০১৭ | প্রিন্ট
সিলেট নগরীর ২৭ নং ওয়ার্ডের শিববাড়ি এলাকার জঙ্গি আস্তানা আতিয়া মহল পরিদর্শনে আসছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব) এর মহাপরিচালক বেনজীর আহমদ।
শনিবার দুপুর ৩টায় তিনি সিলেট এসে সাড়ে ৩টার দিকে আতিয়া মহল পরিদর্শন করবেন।
র্যাব-৯ এর গণমাধ্যম শাখা জানিয়েছে, র্যাব মহাপরিচালক আতিয়া মহল পরিদর্শন শেষে বিকেল ৫টায় সিলেটে শাহপরান সেতু সংলগ্ন র্যাব-৯’র নবনির্মিত কমপ্লেক্সে সাংবাদিকদের ব্রিফ করবেন।
এরপর আতিয়া মহলের পাশে বোমা বিস্ফারোনে আহতদের দেখতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যাবেন বেনজীর আহমদ।
এদিকে, শুক্রবারও আতিয় মহলে বোমা নিস্ক্রিয়করণ অভিযান চালায় র্যাব। শুক্রবার দুপুর পর্যন্ত আতিয়া মহলের ৫ম তলা পরিষ্কার করা হয়। গত সোমবার থেকে ‘অপারেশন ক্লিয়ার আতিয়া মহল’ নাম দিয়ে এ অভিযান শুরু করে র্যাবের বোম্ব ডিসপোজাল ও ডগ স্কোয়াড ইউনিট।
সংবাদমেইল২৪.কম/কেইউ/এন আই
Posted ১২:০৯ অপরাহ্ণ | শনিবার, ০৮ এপ্রিল ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.