
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি ২০১৭ | প্রিন্ট
ঢাকা: ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন-২০১৭। আগামী ১৮ থেকে ২২ ফেব্রুয়ারি শুরু হবে পাঁচ দিনব্যাপী এ সম্মেলন।
শুক্রবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সম্মেলনে যোগ দিতে শনিবার বিএসএফ মহাপরিচালক শ্রী কে কে শর্মার নেতৃত্বে ১৯ সদস্যের ভারতীয় প্রতিনিধিদল ঢাকায় পৌঁছবে।
প্রতিনিধিদলে মধ্যে বিএসএফ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, ফ্রন্টিয়ার আইজি, ভারত সরকারের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা অন্তর্ভুক্ত আছেন।
অপরদিকে সম্মেলনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেনের নেতৃত্বে ২৮ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল অংশ নেবে।
বাংলাদেশ প্রতিনিধিদলে বিজিবির অতিরিক্ত মহাপরিচালক, বিজিবি সদর দপ্তরের সংশ্লিষ্ট স্টাফ অফিসাররা ছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, যৌথ নদী কমিশন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সার্ভে অব বাংলাদেশ এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রতিনিধিত্ব করবেন।
একইসঙ্গে সীমান্ত সম্মেলন উপলক্ষে বর্ডার সিকিউরিটি ফোর্স পরিচালিত বিএসএফ ওয়াইভস ওয়েলফ্যায়ার অ্যাসোসিয়েশনের ৬ সদস্যের প্রতিনিধিদল বিজিবি পরিচালিত সীমান্ত পরিবার কল্যাণ সমিতির বিভিন্ন কর্মকাণ্ড পরিদর্শন করবেন।
এবারের সম্মেলনের আলোচ্য বিষয়ের মধ্যে থাকছে- সীমান্ত এলাকায় নিরস্ত্র বাংলাদেশি নাগরিকদের গুলি, হত্যা, আহত, অপহরণ, আটক, অস্ত্র ও গোলা-বারুদ এবং পাচার। সীমান্তের অপর প্রান্ত থেকে বাংলাদেশে ফেনসিসিডিল, মদ, গাঁজা, হেরোইন এবং ইয়াবা ট্যাবলেটসহ মাদক ও নেশাজাতীয় দ্রব্যের চোরাচালান বন্ধ, অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম।
এছাড়া আন্তর্জাতিক সীমান্তের ১৫০ গজের মধ্যে উন্নয়নমূলক নির্মাণ কাজ, আখাউড়া আইসিপির ভারতীয় অংশে ইটিপি স্থাপন, উভয় দেশের সীমান্তে নদীর তীর সংরক্ষণ কাজে সহায়তা, চোরাচালানী ও অপরাধীদের বিষয়ে তথ্য বিনিময় এবং উভয় বাহিনীর মধ্যে পারস্পরিক আস্থা বাড়ানোর উপায়।
বৈঠক শেষে সম্মেলনে যৌথ সমঝোতা স্বাক্ষরিত হবে। সব শেষে আগামী ২২ ফেব্রুয়ারি বিএসএফ প্রতিনিধি দল ঢাকা ত্যাগ করবেন।
সংবাদমেইল২৪.কম/এসএ/এনএস
Posted ৯:৫৮ অপরাহ্ণ | শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.