
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি | মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১ | প্রিন্ট
নড়াইলের লোহাগড়া উপজেলার হান্দলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিনজন সহকারী শিক্ষক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং বাকিরা বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন।
হাসপাতালে ভর্তি শিক্ষক নাঈম পারভেজ সোমবার জানান, জ্বরসহ করোনার উপসর্গ দেখা দিলে তিনি নমুনা পরীক্ষা করতে দেন। ২২ সেপ্টেম্বর রিপোর্টে তার পজিটিভ আসে। শারীরিক অবস্থা খারাপের দিকে যাওয়ায় হাসপাতালে ভর্তি হন। তিনি জানান, তিনি ছাড়াও সহকারী শিক্ষক জান্নাত আরা যূথী ও স্বপ্না রানী পাল করোনায় আক্রান্ত হয়েছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা জোহরা বলেন, বিদ্যালয়ের তিনজন শিক্ষক আক্রান্ত এবং একজন উপসর্গ নিয়ে ছুটিতে আছেন। স্বাস্থ্যবিধি মেনে পাঠদান কার্যক্রম চলছে।
Posted ১২:২১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১
সংবাদমেইল | Nazmul Islam
.
.