
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | শনিবার, ১৮ ফেব্রুয়ারি ২০১৭ | প্রিন্ট
সংযুক্ত আরব আমিরাত (ইউএই) আল-আইন আ.লীগের সভাপতি ও রাশীদ আলী ফাউন্ডেশনের (ভারপ্রাপ্ত) সভাপতি লোকমান হোসাইন আনুকে রাশীদ আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
শনিবার সন্ধ্যায় সীমান্তের ডাক পত্রিকার কার্যালয়ে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
ফুলেল শুভেচ্ছা প্রদানকালে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য ও রাশীদ আলী ফাউন্ডেশনের নির্বাহী সদস্য শিরিন আক্তার চৌধুরী মুন্নী,সাপ্তাহিক সীমান্তের ডাকের সম্পাদক মন্ডলীর (ভারপ্রাপ্ত) সভাপতি রফিকুল ইসলাম টিপু,ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদ খান শাওন, রাশীদ আলী ফাউন্ডেশনের উপদেষ্টা ও সীমান্তের ডাকের সিনিয়র রিপোর্টার মোক্তাদির হোসেন, বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ আহমেদ,সীমান্তের ডাকের চিফ রিপোর্টার এস আলম সুমন, সাপ্তাহিক কুলাউড়ার সংলাপ পত্রিকার যুগ্ম বার্তা সম্পাদক আব্দুল কুদ্দুস, প্রিয় কুলাউড়া সহকারী সম্পাদক নাজমুল বারী সুহেল, ঢাকা টাইমসের কুলাউড়া প্রতিনিধি শাহবান রশীদ চৌধুরী, কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক সামসুল ইসলাম, প্রিয় কুলাউড়ার ব্যবস্থাপনা সম্পাদক মোহাইমিনুল ইসলাম মাহিন, দৈনিক নতুন দিনের কুলাউড়া প্রতিনিধি সুমন আহমদ, সীমান্তের ডাকের অফিস সহকারী তসিম হাসান,ফটো গ্রাফার রিয়াজ আহমদ প্রমূখ।
উল্লেখ্য, লোকমান হোসাইন আনু ১৮ ফ্রেব্রুয়ারী শনিবার দেশে এসেছেন। তিনি দেশে অবস্থানকালে কুলাউড়া পৌর এলাকার আনন্দ বিদ্যাপীঠ পরিদর্শন, কাদিপুর গুপ্তগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস বিতরণ, শহরমান খাতুন হাফিজিয়া মাদ্রাসার ও রাউৎগাও লংলা মাদ্রাসায় শিক্ষার্থীদের মধ্যে কম্বল বিতরণ, দক্ষিণ লংলায় একুশে ফ্রেব্রুয়ারী উদযাপন,টিলাগাও পাল্লাকান্দি জুনিয়র উচ্চ বিদ্যালয় পরিদর্শন, দক্ষিণ লংলায় শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয়,উপজেলার বিভিন্ন অসহায় পরিবারের মধ্যে ডেউ টিন বিতরণ,বঙ্গবন্ধু কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের নামে নির্মিত প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনসহ সরকারী কর্মকর্তা,সাংবাদিক,রাজনৈতিক, শিক্ষক ও বিভিন্ন শ্রেনীপেশার নেতৃবৃন্দের সংঙ্গে মতবিনিময় শেষে দেশ ত্যাগ করবেন তিনি।
সংবাদমেইল২৪.কম/এসএ/এনএস
Posted ৯:১৬ অপরাহ্ণ | শনিবার, ১৮ ফেব্রুয়ারি ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.