স্টাফ রিপোর্টার : সংবাদমেইল২৪ | শনিবার, ২৮ এপ্রিল ২০১৮ | প্রিন্ট
কুলাউড়ায় সামাজিক সংগঠন “লিজেন্ড’স অব কুলাউড়া”র প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে পালিত হয়েছে।
গত (২৭ এপ্রিল) শুক্রবার সন্ধ্যায় পৌর শহরের রাবেয়া আর্দশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লিজেন্য’স অব কুলাউড়ার সভাপতি মো. আরমান হোসেনের সভাপতিত্বে ও চ্যানেল এস’র প্রতিনিধি ও মানব ঠিকানার স্টাফ রিপোর্টার জিয়াউল হক জিয়ার পরিচালনায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো আব্দুল মতিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মো. গোলাম রাব্বী, কুলাউড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য্য সজল, বাবনিয়া হাসিমপুর নিজামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আলহাজ্ব মুফতি মো. আহসান উদ্দিন, রাবেয়া আদশ্য সরকারি প্রাথমিক বিদ্যারয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস ছালাম, সাপ্তাহিক হাকালুকি পত্রিকার বার্তা সম্পাদক আব্দুল করিম বাচ্চু, দৈনিক মানব কন্ঠ’র জেলা প্রতিনিধি সেলিম আহমেদ। আলোচনা সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন লিজেন্ড’স অব কুলাউড়ার ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ।
এ সময় আরো উপস্থিত ছিলেন লিজেন্ড’স অব কুলাউড়ার ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ আবুবকর দুলাল, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক রাসেল মাহমুদ, অর্থ সম্পাদক সাইফুল আনাম অনিক, সহকারী প্রচার সম্পাদক আব্দুল আজিজ চৌধুরী. আব্দুল কাদির সাগর, মোঃ ইসমাইল হোসেন, মোঃ আল-মাসুদ, মোঃ ফজলে রাব্বি, রুবেল আহমেদ , মোঃ কামরুল ইসলাম, আব্দুল ওয়াহিদ সৌরভ, মোঃ জায়েদ আহমেদ, অরুন কাওলার, আব্দুস সামাদ, জয়দীপ, মোঃ ফাহাদ আলী খান, শেখ শিপন, কবির আহমেদ প্রমুখ। আলোচনা সভা শেষে অতিথিদের হাতে সম্মাননা স্বারক প্রদাণ করা হয়।
সংবাদমেইল/জেএইচজে
Posted ৩:৫৪ পূর্বাহ্ণ | শনিবার, ২৮ এপ্রিল ২০১৮
সংবাদমেইল | Nazmul Islam
.
.