
বিশেষ প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | রবিবার, ২৯ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট
ফটো: লাখো মুসল্লির অংশগ্রহনে মোনাজাত করছেন আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী পীর ছাহেব কিবলা ফুলতলী
মৌলভীবাজার: লাখো মুসল্লির অংশ গ্রহনে ইহকালে শান্তি, পরকালের মাগফেরাত এবং বিশ্ব মুসলিম উম্মাহর সুখ-শান্তি, সমৃদ্ধি, সংহতি কামনায় কুলাউড়ার আলালপুর হাফিজিয়া মাদ্রাসা ময়দানে সম্পন্ন হলো জৈনপুরী ছিলছিলার প্রখ্যাত বুজুর্গ কুতুবুল আউলিয়া হাদিয়ে জামান শাহ্ ছূফী আলহাজ¦ হযরত মাওলানা আবু ইউছুফ মুহাম্মদ ইয়াকুব ছাহেব বদরপুরী (রহঃ)’র ৫৮তম ঐতিহাসিক ইছালে সওয়াব মাহফিল।
(২৯ জানুয়ারি) রোববার বাদ এশা মাহফিলে সভাপত্বিত করেন মুরশিদে বরহক আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী পীর ছাহেব কিবলা ফুলতলী।
মাহফিলে আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী পীর ছাহেব কিবলা ফুলতলী বয়ানে ফুলতলী (রহঃ)’র মুরীদিন মুহিব্বিনদের উদ্দেশ্যে বলেন,ত্বরিকতের বুজুরগণের কেরাম পথ হারা মুসলিম মিল্লাতকে সঠিক পথের সন্ধ্যান দিয়ে মদিনাওয়ালা (সাঃ) মহব্বতের সান্নিধ্যে পৌছে দিয়েছেন। ক্ষণস্থায়ী দুনিয়ার মোহ মানুষকে যেভাবে আঁকড়ে ধরেছে তা থেকে মুক্তির জন্য ফুলতলী (রহঃ) সহ তরীকার পীর মাশায়েখগণ আজন্ম খিদমত করে গেছেন। তিনি অনাথ এতিম অসহায় মানুষের খেদমত করার জন্য আগত মুসল্লিদের আহ্বান জানান।
মোনাজাতে অংশ নিয়ে লাখো ধর্মপ্রাণ মুসল্লি মহান রাব্বুল আলামিনের দরবারে রহমত ও হেদায়েত প্রার্থনা করেন। এসময় মহান আল্লাহ পাকের অশেষ মহিমায় আবেগাপ্লুত হন লাখো মুসল্লি। অশ্রুসিক্ত নয়নে হাত তোলেন তারা। গুনাহ মাফ ও আত্মশুদ্ধির আশায় ‘আমিন, আল্লাহুম্মা আমিন’ ধ্বনিতে প্রকম্পিত হয়ে ওঠে কুলাউড়ার ঐতিহাসিক আলালপুর হাফিজিয়া মাদ্রাসা ময়দান।
মোনাজাতের আগে মাহফিলে বয়ান পেশ করেন আল্লামা নজমুদ্দিন চৌধুরী ফুলতলী, আল্লামা মুফতী গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী,আল্লামা কমর উদ্দিন চৌধুরী ফুলতলী, আনজুমানে আল-ইসলাহ বাংলাদেশের সভাপতি আল্লামা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলী, আল্লামা ফখর উদ্দিন চৌধুরী ফুলতলী,ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক আল্লামা আহমদ হাসান চৌধুরী ফুলতলী,আনজুমানে আল-ইসলাহ বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা একেএম মনোওর আলী, অধ্যক্ষ আল্লামা আব্দুল মুনিম মঞ্জল আলী, মৌলভীবাজার কামিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা মুফতী সামছুল ইসলাম, ফুলতলী (রহঃ)’র অন্যতম খলিফা হাফিজ মহসিন খান, কুলাউড়া উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, আল্লামা মুজিবুর রহমান,অধ্যক্ষ আল্লামা আব্দুল কুদ্দুস সিদ্দিকী,অধ্যক্ষ আল্লামা আব্দুল জব্বার,কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, মৌলভীবাজার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আলাউর রহমান টিপু, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা ইমাদ উদ্দিন নাসিরী, তালামিযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মাওলানা ফখরুল ইসলাম,সাধারণ সম্পাদক রেদওয়ান আহমদ চৌধুরী, সৎপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু জাফর মোহাম্মদ নোমান,ঢাকা দারুন্নাজাত কামিল মাদ্রাসার মোহাদ্দিস বদরুজ্জামান রিয়াদ,মাওলানা সিহাব উদ্দিন প্রমূখ।
ঐতিহাসিক মাহফিলে বর্তমান ও সাবেক সংসদ সদস্য,জেলা পরিষদ চেয়ারম্যান ও স্থানীয় বিভিন্ন শ্রেণীপেশার নেতৃবৃন্দরা মাহফিলে উপস্থিত ছিলেন।
সংবাদমেইল২৪.কম/এসএ/এনএস
Posted ১০:০৫ অপরাহ্ণ | রবিবার, ২৯ জানুয়ারি ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.