
জয়নাল আবেদীন,কমলগঞ্জ: | মঙ্গলবার, ০১ নভেম্বর ২০১৬ | প্রিন্ট
কমলগঞ্জে লাউয়াছড়া জাতীয় উদ্যানের বন, পরিবেশ ও বন্যপ্রাণীর ভবিষ্যত বিষয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। ৩১ অক্টোবর সোমবার বেলা ১১টা থেকে উপজেলা প্রশাসন সভাকক্ষে দিনব্যাপী এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)’র আয়োজনে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হকের সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামলীগের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য অধ্যাপক রফিকুর রহমান।
বেলার সিলেট বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকট শাহ সাহেদার পরিচালনায় মতিবিনিময় সভায় বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: সিদ্দেক আলী, সাংবাদিক মুজিবুর রহমান, লাউয়াছড়া জাতীয় উদ্যান সহ ব্যবস্থাপনা কমিটির সদস্য মাওলানা মো: নুরুল ইসলাম প্রমুখ।
সভায় বনদস্যূদের কারণে আজ লাউয়াছড়া জাতীয় উদ্যানের বন পরিবেশ ও জীব বৈচিত্র্য হুমকির সম্মুখীন বলে আলোচকরা বলেন। লাউয়াছড়া জাতীয় উদ্যানকে রক্ষায় আগামী কি কি পদক্ষেপ নেওয়া যায় সে বিষয়ে সুনির্দিষ্ট কিছু বক্তব্য গ্রহন করা হয়। মতবিনিময় সভায় জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক, আদিবাসী নেতা, বন ভিলেজার, বন পাহারাদার, সাংবাদিকসহ নানা পেশার ৪০ জন প্রতিনিধি অংশ গ্রহন করেন।
Posted ১১:২৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০১ নভেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.