
যুক্তরাজ্য প্রতিনিধি:: | বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১ | প্রিন্ট
সাবিনা নেছার হত্যাকারী কোচি স্যালামাজ নামের ৩৬ বছরের একজন আলবেনিয়ান ড্রাইভারকে রবিবার বিকেলে ইস্ট স্যাসেক্সের ইস্টবর্ণ এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। এরই মধ্যে হত্যাকারীর ছবিও প্রকাশ করেছে সংবাদমাধ্যমগুলো।
তদন্তকারী পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, সাবিনা হত্যাকাণ্ডের সাথে কোচি স্যালমাসের যোগসূত্র পাওয়া গেছে। অভিযুক্ত ব্যক্তিতে কোর্টে তোলা হবে।
মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, হত্যাকারী একজন ফুড ড্যালিভারি ড্রাইভার হিসেবে কাজ করেন এবং সে মূলত ইস্টার্ন ইউরোপিয়ান।
তদন্তকারী পুলিশ আরও জানান, তারা হত্যাকারী সম্পর্কে খোঁজ খবর নিয়েছেন। কোচি স্যালমাজ ইস্টবর্ন এলাকায় থাকতো। তবে কি কারণে সাবিনা নেছাকে হত্যা করা হয়েছে তা এখনও জানায়নি পুলিশ।
বিষয়টি নিয়ে অভিযুক্ত হত্যাকারীর যে এলাকায় থাকতো সেই এলাকার এক দোকানদার জানান, মাঝে মাঝে তার দোকানে আসতো এই ব্যক্তি। গ্যাস বা পানি বিল দিলে দোকান থেকে জিনিস পত্র কিনে নিলেও খুব বেশি কথা বলতো না। সব সময়ই চুপচাপ থাকতো।
Posted ১২:৫৫ পূর্বাহ্ণ | বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১
সংবাদমেইল | Nazmul Islam
.
.