বিশেষ প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৭ | প্রিন্ট
মিয়ানমার তাদের নাগরিককে বাংলাদেশে পাঠিয়ে দিয়ে আমাদের সার্বভৌমত্বে আঘাত করেছে। বাংলাদেশ সরকারের উচিত রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে ভারত, চীন ও রাশিয়াসহ বন্ধু রাষ্ট্রগুলোর সহযোগিতা আদায় করা।
বুধবার দুপুরে কক্সবাজারে উখিয়ায় রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।
ত্রাণ বিতরণে সমন্বয়হীনতার কথা উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম বলেন, “বিএনপি আগে থেকে সেনাবাহিনী মোতায়েনের কথা বলে আসছিল। এখন রোহিঙ্গাদের আবাসন, চিকিৎসা, পয়ঃনিস্কাশনসহ জরুরি সাপোর্টগুলো দিতে হবে।”
পাশাপাশি রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে কূটনৈতিক তৎপরতা বাড়াতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
এর আগে মির্জা খরুল উখিয়ার বালুখালীতে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) পরিচালিত চিকিৎসা ক্যাম্প পরিদর্শন করেন এবং বালুখালী, থাইংখালী ও হাকিমপাড়া পয়েন্টে ত্রাণ বিতরণ করেন। উখিয়ার বেশ কয়েকটি পয়েন্টে স্যানিটেশন কার্যক্রমও পরিদর্শন করেন তিনি।
Posted ১২:৫১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.