
আন্তর্জাতিক ডেস্ক,সংবাদমেইল২৪.কম | বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৭ | প্রিন্ট
আইন অনুযায়ী মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের পোড়া ভিটেমাটির দখল নেবে মিয়ানমার সরকার। এ কথা জানিয়েছেন দেশটির একজন মন্ত্রী। মিয়ানমারের স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রাখাইনের রাজধানী সিতভিতে মঙ্গলবার এক বৈঠকে মিয়ানমারের সমাজ কল্যাণ, ত্রাণ ও পুনর্বাসনমন্ত্রী উইন মিয়াত আইয়ে বলেন, “মিয়ানমারের আইন অনুযায়ী পুড়ে যাওয়া ভূমি সরকারের দখলে চলে যায়। সরকার সেই ভূমির পুনঃউন্নয়ন করে।”
ওই আইন অনুযায়ী, যে কোনো ধরনের দুর্যোগ এমনকি সংঘর্ষের কারণে কোনো এলাকা ক্ষতিগ্রস্ত হলে সরকার সেই এলাকার পুনঃউন্নয়ন কাজ তদারকি করে। তবে রোহিঙ্গাদের জমিতে পুনঃউন্নয়েন পরিকল্পনার বিষয়ে তিনি কিছু বলেননি।
মন্ত্রীর কথা অনুযায়ী, রোহিঙ্গারা এখন যদি মিয়ানমারে ফিরেও যায়, তবুও তারা নিজেদের ভিটেমাটির দখল আর পাবেন না।
সেনাবাহিনীর নৃশংস নির্যাতনের মুখে গত ২৫ আগস্ট থেকে এ পর্যন্ত বাংলাদেশে পালিয়ে এসেছে প্রায় পাঁচ লাখ রোহিঙ্গা মুসলমান।
তবে মিয়ানমার সরকার নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছে। প্রমাণ করার চেষ্টা করেছে যে, রোহিঙ্গারা নিজেরাই বাড়িঘরে আগুন দিয়ে পালিয়ে গেছে।
জাতিসংঘ এই ঘটনাকে জাতিগত নিধন বলে আখ্যায়িত করেছে। অন্যান্য মানবাধিকার সংস্থা বলেছে, মিয়ানমার রাখাইনে মানবাধিকারবিরোধী অপরাধ করছে।
পালিয়ে আসা রোহিঙ্গাদের মুখে সেনাবাহিনী ও স্থানীয় বৌদ্ধদের নির্মম নির্যাতনের বর্ণনা পাওয়া যাচ্ছে। তারা জানায়, সেখানে তাদের হত্যা, ধর্ষণ ও নিপীড়নের শিকার হতে হচ্ছে। পুড়িয়ে দেওয়া হচ্ছে তাদের বাড়িঘর।
Posted ১:০১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.