
বিশেষ প্রতিবেদক ,সংবাদমেইল২৪.কম | বুধবার, ১৩ ডিসেম্বর ২০১৭ | প্রিন্ট
![]() |
আগামী এক সপ্তাহের জন্য রোহিঙ্গাদের মধ্যে ত্রাণ বিতরণ কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। ইতোমধ্যে সহায়তা হিসেবে পাওয়া খাদ্যপণ্যের অতিরিক্ত ত্রাণ রোহিঙ্গা ক্যাম্পের বাইরে এনে বিক্রি ঠেকাতে দেশি-বিদেশি সব সংস্থার প্রতি নির্দেশনা দেয়া হয়েছে।
তবে কোনো রোহিঙ্গা পরিবারের কাছে ত্রাণ সংকট দেখা দিলে সরবরাহেরও ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
সোমবার রাত ৮টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য-প্রযুক্তি) আশরাফ আলী।
তিনি বলেন, কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে আশ্রয় নেয়া রোহিঙ্গারা দেশি-বিদেশি সংস্থার কাছ থেকে খাদ্যসহ নানা সামগ্রী ত্রাণ হিসেবে পর্যাপ্ত সহায়তা পেয়েছে। এখন পর্যন্ত এ ত্রাণ সহায়তা দেওয়া অব্যাহত রয়েছে। অনেকের বাসায় মজুদ রয়েছে চাহিদার অতিরিক্ত খাদ্যপণ্য।
তিনি আরও বলেন, মজুদ থাকা অতিরিক্ত এসব খাদ্যপণ্য রোহিঙ্গারা ক্যাম্পসহ বাইরে এনেও স্থানীয়দের কাছে বিক্রি করছে। স্থানীয় অনেক হাট-বাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে ত্রাণের এসব খাদ্যপণ্য। এনিয়ে প্রশাসন আগামী এক সপ্তাহ পর্যন্ত ত্রাণ বিতরণ বন্ধ রাখতে দেশি-বিদেশি সব সংস্থার প্রতি নির্দেশনা দিয়েছে।
সংবাদমেইল/জেএইচজে
Posted ১:৪৭ পূর্বাহ্ণ | বুধবার, ১৩ ডিসেম্বর ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.