রবিবার ৮ সেপ্টেম্বর, ২০২৪ | ২৪ ভাদ্র, ১৪৩১

রোববার জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা

স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | শুক্রবার, ১৮ নভেম্বর ২০১৬ | প্রিন্ট  

রোববার জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা

ঢাকা: আগামী রোববার (২০ নভেম্বর) জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আব্দুল্লাহ এ বিষয়ে জানান, প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মনোনয়নপত্র জমা, বাছাই ও প্রত্যাহারের শেষ সময়সহ রোববার তফসিল ঘোষণা করা হবে। ৩০ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা, ২ ও ৩ ডিসেম্বর যাচাই-বাছাই করার সময় ও ৯ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ঘোষণা করা হতে পারে। আর এবারই প্রথম অনলাইনে মনোনয়নপত্র জমা দেয়া যাবে।


আইন অনুযায়ী, প্রতিটি জেলায় স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের জনপ্রতিনিধিদের ভোটে জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা নির্বাচিত হবেন। প্রতিটি জেলায় ১৫ জন সাধারণ ও পাঁচজন সংরক্ষিত নারী সদস্য থাকবেন।

১৯৮৯ সালে তিন পার্বত্য জেলায় একবারই সরাসরি নির্বাচন হয়েছিল। আর কোনো জেলা পরিষদ নির্বাচন হয়নি।


সাবেক প্রেসিডেন্ট এরশাদ সরকারের প্রণীত ১৯৮৮ সালে স্থানীয় সরকার (জেলা পরিষদ) আইনে জেলা পরিষদের চেয়ারম্যানকে সরকারের নিয়োগ দেয়ার বিধান ছিল। এরপর ২০০০ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার নির্বাচিত জেলা পরিষদ গঠনের জন্য নতুন আইন করে।

এরপর ২০১১ সালের ১৫ ডিসেম্বর সরকার ৬১ জেলায় আওয়ামী লীগের জেলা পর্যায়ের নেতাদের প্রশাসক নিয়োগ দেয়। অনির্বাচিত এই প্রশাসকদের মেয়াদ শেষেই ডিসেম্বরে নির্বাচন হচ্ছে।


স্থানীয় সরকার বিভাগ ২৮ ডিসেম্বর ভোটের দিন ঠিক করে দেয়ায় এখন অন‌্যান‌্য তারিখ ঘোষণা বাকি। ৬১ জেলায় চেয়ারম্যান ও সদস্য পদের এ নির্বাচনে ভোট দেবেন কেবল জনপ্রতিনিধিরা।

সংবাদমেইল২৪.কম/এন আই/এনএস

Facebook Comments Box

Comments

comments

advertisement

Posted ৯:৫৭ অপরাহ্ণ | শুক্রবার, ১৮ নভেম্বর ২০১৬

সংবাদমেইল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মো. মানজুরুল হক

নির্বাহী সম্পাদক: মো. নাজমুল ইসলাম

বার্তা সম্পাদক : শরিফ আহমেদ

কার্যালয়
উপজেলা রোড, কুলাউড়া, মেলভীবাজার।
মোবাইল: ০১৭১৩৮০৫৭১৯
ই-মেইল: sangbadmail2021@gmail.com

sangbadmail@2016 কপিরাইটের সকল স্বত্ব সংরক্ষিত