স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | সোমবার, ২৩ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট
ঢাকা: রেলসেতুতে বাঁশ ও কাঠের ব্যবহার নিয়ে ব্যাপক সমালোচনা ও দুর্ঘটনার শঙ্কা প্রকাশ করা হলেও রেলপথ মন্ত্রণালয় বলছে অন্য কথা।
সোমবার রেলপথ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, এতে দুর্ঘটনা ঘটার কোনো অবকাশ নেই।
মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “রেলসেতুর উপর স্থাপিত কাঠের স্লিপার যাতে আউট অব স্কয়ার না হয় এবং একত্রে জমা হতে না পারে, এ জন্য কোনো কোনো রেলসেতুতে অতিরিক্ত নিরাপত্তামূলক ব্যবস্থা হিসেবে দীর্ঘদিন থেকে স্থানীয়ভাবে বাঁশের ফালি বা চেরাই কাঠ ইত্যাদি ব্যবহার করা হচ্ছে।”
ব্যবহৃত বাঁশের ফালি বা চেরাই কাঠ সেতুর মূল কাঠামোর অংশ নয় বলে ট্রেন চলাচলের নিরাপত্তাকে বিঘ্নিত করে না বলে দাবি করেছে মন্ত্রণালয়।
জনসাধারণকে আশ্বস্ত করে মন্ত্রণালয় বলেছে, “বাঁশের ফালি বা চেরাই কাঠ ব্যবহারের ফলে কোনো রকমের দুর্ঘটনা ঘটার অবকাশ নেই।”
রেলসেতুতে বাঁশের ফালি বা চেরাই কাঠ ব্যবহারের বিষয়ে কমলাপুর স্টেশনে সোমবার এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে রেলপথমন্ত্রী মুজিবুল হক বলেন, “ট্রেন এর উপর দিয়ে যায় না। ট্রেনের কোনো লোডও এর উপর পড়ে না।”
সোমবার সকালে কমলাপুর স্টেশনে রেলমন্ত্রী মুজিবুল হক ইন্দোনেশিয়া থেকে আনা নতুন ১৬টি কোচ সংযুক্ত এ ট্রেন উদ্বোধন করেন।
এসময় ঢাকা থেকে বরিশাল ও বরিশাল থেকে পায়রা বন্দর পর্যন্ত, আখাউড়া থেকে সিলেট পর্যন্ত ডুয়েল গেজ লাইন নির্মাণ করা হবে বলেও জানান তিনি।
সংবাদমেইল২৪.কম/এসএ/এনএস
Posted ৮:৪৫ অপরাহ্ণ | সোমবার, ২৩ জানুয়ারি ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.