এখন বাংলাদেশ দলের প্রায় সব ক্রিকেটারই নিয়মিত নামাজ পড়ে থাকেন। যখন এক সঙ্গে থাকেন, তখন নিজেরাই জামাত করে নেন। মঙ্গলবারও একই চিত্র দেখা গেছে। দুবাইয়ের আইসিসি একাডেমিতে অনুশীলন সেরেছে টাইগাররা। সেখানে বেশ ঘাম ঝড়াতে দেখা গেছে সাকিব-মুশফিকদের। অনুশীলন শেষে জামাতের সহিত দলবেধে নামাজ আদায় করেছেন ক্রিকেটাররা। আর ইমামতির দায়িত্ব পালন করেছেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। অবশ্য দেশ কিংবা দেশের বাইরে যেখানেই খেলা হোক না কেন, বাংলাদেশ দলের অঘোষিত ইমাম রিয়াদ।
-সংগৃহীত