বিশেষ প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | মঙ্গলবার, ২৪ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট
ফাইল ফটো
ঢাকা: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রিজেন্ট এয়ারওয়েজের বিমানের টয়লেট থেকে প্রায় সাড়ে তিন কোটি টাকা মূল্যের সোনার বার জব্দ করা হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে বারগুলো জব্দ করে কাস্টমস কর্তৃপক্ষ।
বিমানবন্দর কাস্টমস সূত্রে জানা যায়, রিজেন্ট এয়ারওয়েজের আরএক্স-৭২৪ ফ্লাইটের বিমান থেকে জব্দ করা বারগুলোর ওজন ছয় কেজি ৯৬০ গ্রাম। এসব সোনার বাজারমূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা।
ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার আহসানুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
সংবাদমেইল২৪.কম/এসএইচএস/এসএ
Posted ১:৫২ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৪ জানুয়ারি ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.