শনিবার ২ ডিসেম্বর, ২০২৩ | ১৭ অগ্রহায়ণ, ১৪৩০

রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নিতে বঙ্গভবনে খালেদা

বিশেষ প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | রবিবার, ১৮ ডিসেম্বর ২০১৬ | প্রিন্ট  

রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নিতে বঙ্গভবনে খালেদা

নির্বাচন কমিশন নিয়োগ নিয়ে সার্চ কমিটি গঠন প্রশ্নে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নিতে বঙ্গভবনে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

রোববার বিকেল ৪টা ২০ মিনিটে সরকারি বাসভবন বঙ্গভবনে পৌঁছান তিনি।


এর আগে বিকেল ৩টার দিকে নিজ বাসভবন থেকে বের হয়ে বিএনপি কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে কিছুক্ষণ অবস্থান করেন খালেদা জিয়া। পরে প্রতিনিধি দল নিয়ে বঙ্গভবনে পৌঁছান তিনি।

চেয়ারপারসনের প্রেসউইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার  এ তথ্য জানিয়েছেন।


খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির ১৩ সদস্যের প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে বসবেন। এর মধ্য দিয়েই শুরু হবে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির ধারাবাহিক সংলাপ।

বিএনপি ১৩ সদস্যের প্রতিনিধিদলে আছেন- খালেদা জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, মাহবুবুর রহমান, তরিকুল ইসলাম, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী।


ফেব্রুয়ারিতে বর্তমান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিসের মেয়াদ শেষ হবে। এ প্রেক্ষাপটে রাষ্ট্রপতি রাজনৈতিক দলগুলোর মতামত নেয়ার এ উদ্যোগ নেন।

এছাড়া রাষ্ট্রপতি মঙ্গলবার বিকেল ৩টায় জাতীয় পার্টি, বুধবার তিনটায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি ও সাড়ে ৪টায় কৃষক শ্রমিক জনতা লীগ এবং বৃহস্পতিবার বিকেল ৩টায় জাতীয় সমাজতান্ত্রিক দলের সঙ্গে বৈঠক করবেন।

সংবাদমেইল২৪.কম/আরআর/এসজে

Facebook Comments Box

Comments

comments

advertisement

Posted ৪:৩৬ অপরাহ্ণ | রবিবার, ১৮ ডিসেম্বর ২০১৬

সংবাদমেইল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মো. মানজুরুল হক

নির্বাহী সম্পাদক: মো. নাজমুল ইসলাম

বার্তা সম্পাদক : শরিফ আহমেদ

কার্যালয়
উপজেলা রোড, কুলাউড়া, মেলভীবাজার।
মোবাইল: ০১৭১৩৮০৫৭১৯
ই-মেইল: sangbadmail2021@gmail.com

sangbadmail@2016 কপিরাইটের সকল স্বত্ব সংরক্ষিত