
এম এ সালাম, কাতার প্রতিনিধিঃ | শুক্রবার, ১৮ মে ২০১৮ | প্রিন্ট
কুলাউড় উপজেলা পরিষদের চেয়ারম্যান আ.স.ম কামরুল ইসলাম সৌজন্য সাক্ষাত করেছেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমদের সাথে।
কুলাউড়া উপজেলা চেয়ারম্যান ও রাষ্ট্রদূত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন, কুলাউড়া উপজেলায় রাষ্ট্রদূতের জন্মস্থান হওয়ায় এ উপজেলা নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা মূলক আলোচনা করেন রাষ্ট্রদূত, উপজেলা চেয়ারম্যান কাতারে কর্মরত কুলাউড়াবাসীসহ বাংলাদেশিদের খোজ খবর নেন।
রাষ্ট্রদূত উপজেলা চেয়ারম্যানকে বলেন কাতারে কুলাউড়া উপজেলাবাসী তথা বাংলাদেশিরা ব্যবসা বাণিজ্য করে ভালো অবস্থানে আছেন।
রাষ্ট্রদূত বলেন, কাতারের শ্রমবাজার ধরে রাখতে হলে বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক পাঠাতে হবে। আমরা এখন উন্নয়নশীল দেশের তালিকায় তাই আমাদেরকে সেভাবে ভাবতে হবে এবং সামনের দিকে এগিয়ে যেতে হবে।
এসময় উপস্থিত ছিলেন দূতাবাসের শ্রম কাউন্সিলর ডঃ সিরাজুল ইসলাম, দূতাবাসের প্রথম সচিব নাজমুল হাসান সোহাগ ও কাতারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল্লাহ আল মামুন রেনু প্রমুখ ।
Posted ২:২৩ অপরাহ্ণ | শুক্রবার, ১৮ মে ২০১৮
সংবাদমেইল | Nazmul Islam
.
.