
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি ২০১৭ | প্রিন্ট
ফটো : বিজয়ী কাউন্সিলারদের সাথে শিক্ষকবৃন্দ
সারা দেশের ন্যায় কুলাউড়া পৌর শহরের ঐতিহ্যবাহী রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন ২০১৭ সম্পন্ন হয়েছে।
উৎসবমূখর পরিবেশে (২৩ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার বিদ্যালয়ে এ স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন সম্পন্ন হয়েছে।
জানা যায়, সকাল ১০টা থেকে ৩টা পর্যন্ত মোট ৮৭৫ জন শিক্ষার্থী গোপন ব্যালট পেপারের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করে। ভোট বাতিল হয়েছে ৫০টি ভোট।
এতে বিজয়ী কাউন্সিলর তৃতীয় শ্রেণীর খ শাখার রাত্রী দেব ঋতু (১ম) ক শ্খাার আবিদুর রহমান (২য়) চতৃর্থ শ্রেণির ক শাখার নাফিজা আক্তার (৩য়) ফাহিম আশরাফ মাহদি (৪র্থ), পঞ্চম শ্রেণির ক শাখার ফাতেহা জান্নাত আযহা (৫ম), চতুর্থ শ্রেণির ক শাখার আব্দুল হাই সানি (৬ষ্ঠ), পঞ্চম শ্রেণির ক শাখার রিফফাত রফিক হৃদি (৭ম) স্থানে নির্বাচিত হয়েছে।
রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম সংবাদমেইলকে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচনের সত্যতা নিশ্চিত করেন।
সংবাদমেইল২৪.কম/এসএ/এনএস
Posted ৫:৩২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.