
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | মঙ্গলবার, ২২ নভেম্বর ২০১৬ | প্রিন্ট
ঢাকা: আবারও দেশের সাবমেরিন কেবলভিত্তিক ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে।
মঙ্গলবার রাত ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত সেবায় বিঘ্ন ঘটার আশঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড-বিএসসিসিএল।
সংস্থাটি জানিয়েছে, সাবমেরিন কেবলের (সি-মি-উই-৪) মেরামত কাজ চলছে। এ কারণে সেবা আংশিক বন্ধ বা বিঘ্নিত হতে পারে।
বিষয়টি সম্পর্কে জানতে কয়েক দফা বিটিসিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মনোয়ার হোসেনকে ফোন করলেও তিনি ফোন ধরেননি।
গত অক্টোবর থেকে এ নিয়ে চতুর্থবারের মতো দেশের ইন্টারনেট সেবায় বিঘ্ন ঘটতে যাচ্ছে। অক্টোবরের ২২ থেকে ২৭ অক্টোবর ৪ ঘণ্টা সেবা ব্যাহত হয়। চলতি মাসে এরইমধ্যে ৯ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত ইন্টারনেট সেবা দ্বিতীয়বারের মতো বিঘ্নিত হয়েছে। এছাড়া ২১ নভেম্বর তৃতীয়বারের মতো ১৫ মিনিট সেবা ব্যহত হয়।
বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড থেকে সংশ্লিষ্টদের এক ই-মেইলে বিষয়টি জানানো হয়েছে।
তবে রাত ৮ থেকে ১২টা খুবই পিক টাইম হওয়ায় এ নিয়ে বিরুপ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট খাতের ব্যবসায়ীরা। তারা বলছেন, বিকল্প ব্যবস্থায় দেশে ইন্টারনেট সেবা স্বাভাবিক রাখার চেষ্টা করতে হবে। আর এতো অল্প সময়ের ব্যবধানে ঘন ঘন ইন্টারনেট সেবা বিঘ্নিত হলে এর দায় দায়িত্ব কে নেবে।
দেশের ৬টি আইটিসি ক্যাবলের (ইন্টারন্যাশনাল টেরিস্টোরিয়াল ক্যাবল) মাধ্যমে ভারত থেকে ব্যান্ডউইথ এনে এ সেবা স্বাভাবিক রাখা হয়। প্রায় ১৫০ গিগা ব্যান্ডউইথ আমদানি করা হয়।
সংবাদমেইল২৪.কম/এন আই/এনএস
Posted ৬:১৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২২ নভেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.