
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | সোমবার, ৩০ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট
ঢাকা: শিশু রাজন হত্যা মামলায় ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের ওপর হাই কোর্টে শুনানি শুরু হয়েছে।
সোমবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের বেঞ্চে এ মামলার মৃত্যুদণ্ডের অনুমোদন (ডেথ রেফারেন্স) ও আসামিদের আপিলের শুনানি শুরু হয়।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা গত বছরের ১৯ নভেম্বর এ মামলায় পেপারবুক অগ্রাধিকার ভিত্তিতে তৈরির নির্দেশ দিয়েছিলেন।
এর আগে ১০ নভেম্বর রাজন হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশ অনুমোদন বিষয়ক নথি সুপ্রিম কোর্টের হাই কোর্টে পাঠানো হয়।
শুনানি শুরুতে রাষ্ট্রপক্ষে পেপারবুক থেকে উপস্থাপন করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল হক। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট নূর আহমেদ।
উল্লেখ্য, ২০১৫ সালের ৮ জুলাই সিলেটের কুমারগাঁওয়ে চুরির অভিযোগ শিশু রাজনকে পিটিয়ে হত্যা করা হয়। হত্যাকারীদেরই এক সহযোগী নির্যাতনের দৃশ্য ভিডিও করে ইন্টারনেটে ছেড়ে দিলে সারা দেশে তীব্র ক্ষোভ দেখা দেয়।
মামলার মূল আসামি কামরুল ইসলাম ওই হত্যাকাণ্ডের দুই দিনের মাথায় পালিয়ে সৌদি আরবে চলে যান। পরে ভিডিও দেখে প্রবাসীদের সহযোগিতায় তাকে আটক করে সরকারি পর্যায়ে যোগাযোগের মাধ্যমে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা হয়।
এ মামলায় ১৩ আসামির মধ্যে চারজনকে গত ৮ নভেম্বর মৃত্যুদণ্ডাদেশ দেন সিলেটের মহানগর দায়রা জজ আদালত। এ ছাড়া একজন আসামির যাবজ্জীবন, তিনজনের সাত বছর করে এবং দুজনের এক বছর করে কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। বাকি তিন আসামিকে খালাস দেন আদালত।
মাত্র ১৭ দিবসে রাজন হত্যা মামলার কার্যক্রম শেষ হয়।
সংবাদমেইল২৪.কম/এসএ/এনএস
Posted ৩:২৪ অপরাহ্ণ | সোমবার, ৩০ জানুয়ারি ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.