
রাজনগর প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | রবিবার, ১৪ অক্টোবর ২০১৮ | প্রিন্ট
মৌলভীবাজারের রাজনগরে শারদীয় দূর্গা উৎসব সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে উদ্যাপন উপলক্ষ্যে আইন শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা করেছে রাজনগর থানা।
শনিবার বিকেলে স্থানীয় এক কমিউনিটি সেন্টারে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিকের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার সহকারী পুলিশ সুপার মো. রাশেদুল ইসলাম। থানার উপ-পরিদর্শক (এসআই) অজিত দেবের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সদস্য মনসুরনগর ইউনিয়নের চেয়ারম্যান মিলন বখ্ত, রাজনগর সদর ইউনিয়নের চেয়ারম্যান দেওয়ান খয়রুল মজিদ ছালেক, টেংরা ইউনিয়নের চেয়ারম্যান মো. টিপু খান, কামারচাক ইউনিয়নের চেয়ারম্যান নজমুল হক সেলিম, মুন্সীবাজার ইউনিয়নের চেয়ারম্যান সালেক মিয়া, ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান নকুল চন্দ্র দাশ, পাঁচগাঁও ইউনিয়নের চেয়ারম্যান শামসুর নুর আজাদ, রাজনগর প্রেসক্লাবের সিনিয়র সদস্য শংকর দুলাল দেব, রাজনগর উপজেলার পূজা উদ্যাপন পরিষদের সভাপতি কেতকী রঞ্জন ভট্টচার্য, উপজেলা যুবলীগের আহবায়ক আব্দুল কাদির ফৌজি, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সাম্মু, রাজনগর সরকারী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজ খান, চা শ্রমিক নেতা সুগ্রীম গৌড় প্রমূখ। এ সময় বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ রাজনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ বক্তব্য রাখেন।
সহকারী পুলিশ সুপার মো. রাশেদুল ইসলাম বলেন, আপনাদের সবার সহযোগীতায় রাজনগরে শারদীয় দূর্গা উৎসব সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে উদ্যাপন হবে এটি আমার বিশ্বাস।
পুলিশের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রতিটি মান্ডপে পুলিশের টিম ও সব সময় টহল পুলিশ থাকবে।
Posted ৬:২১ অপরাহ্ণ | রবিবার, ১৪ অক্টোবর ২০১৮
সংবাদমেইল | Nazmul Islam
.
.