
রাজনগর প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম: | বুধবার, ২০ ফেব্রুয়ারি ২০১৯ | প্রিন্ট
রাজনগরে উপজেলা পরিষদ নির্বাচনে ১৬ প্রার্থীর মধ্যে ৬ জনের মনোনয়ন বাতিল হয়েছে।
আজ ২০ ফেব্রুয়ারি বুধবার মনোনয়ন পত্র বাছাইকালে এসব প্রার্থীরা উপস্থিত ছিলেন জেলা রিটার্নি কর্মকতার কার্যালয়ে। উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপের মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ছিল গত সোমবার।
বুধবার বাছাইয়ে মনোনয়ন পত্র বাতিল হয় রাজনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নুরে আলম জিকু। ভাইস চেয়ারম্যান পদে ৪ জনের মনোনয়ন পত্র বাতিল হয়। তারা হলেন বর্তমান ভাইস চেয়ারম্যান ফারুক আহমদ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সাইফুল আহমদ ছফু, সাবেক ইউপি সদস্য লুৎফুর রহমান ও আলাল মোল্লা ওরপে আলাল মিয়া। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১জন সুমাইয়া আক্তার সুমির মনোনয়ন পত্র বাতিল হয়েছে।
বাতিল হওয়া প্রার্থীরা আপিল করবেন বলে জানান।
Posted ৭:৩৭ অপরাহ্ণ | বুধবার, ২০ ফেব্রুয়ারি ২০১৯
সংবাদমেইল | Nazmul Islam
.
.