
আহমদউর রহমান ইমরান,রাজনগর (মৌলভীবাজার) : | মঙ্গলবার, ০১ নভেম্বর ২০১৬ | প্রিন্ট
মৌলভীবাজার:জেলার রাজনগর উপজেলায় প্রাইভেটকার ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুই সহোদর সহ ৩ জন নিহত হয়েছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ৮ টার দিকে মৌলভীবাজার-কুলাউড়া আঞ্চলিক মহাসড়কে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন,মনসুরনগর ইউনিয়নের প্রেমনগর গ্রামের দুরুদ মিয়ার ছেলে আজাদ মিয়া (৪০), আলম মিয়া (২৪) ও জুড়ি উপজেলার বাসিন্দা সিএনজি চালক শাহীন মিয়াকে (৩০)।
এ ঘটনায় আরো গুরুতর আহত হয়েছেন কয়েছ মিয়া (৩৭) ও আব্দুল আলী (৩৮) কে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দূর্ঘটনা কবলিত দুটি গাড়ি মধ্যে প্রাইভেট কার (ঢাকা মেট্রো ক-০৩-৫৬৭০) ও সিএনজি অটোরিক্সার (মৌলভীবাজার থ-১২-১৪৬৩)
এ দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘাতক প্রাইভেট কার চালককে পুলিশ গ্রেফতার করতে পারেনি। পুলিশ ঘাতক চালককে গ্রেফতার করতে না পারায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে।
মৌলভীবাজার জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ শাহাজালাল সংবাদমেইলকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ গিয়ে প্রাইভেটকার ও সিএনজি দুটি রাজনগর থানার হেফাজতে রয়েছে।
Posted ১:০৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ০১ নভেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.