
রাজনগর প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | শুক্রবার, ০৬ জুলাই ২০১৮ | প্রিন্ট
মৌলভীবাজারের রাজনগরে সচেতন নাগরিক সমাজের কমিটি গঠন করা হয়েছে। আহমদউর রহমান ইমরানকে সভাপতি ও শেখ রেহান উদ্দিন জুবেলকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
শুক্রবার বিকেলে রাজনগর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক আহমদউর রহমান ইমরানের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন রাজনগর প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগ, সিনিয়র সাংবাদিক শিক্ষক শংকর দুলাল দেব, শিক্ষক রেজওয়ানুল হক পিপুল, সাবেক ইউপি সদস্য হাজী টিপু সুলতান প্রমুখ।
গত এক বছর আগে সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। এ কমিটির উদ্যোগে বিভিন্ন মাধ্যমে প্রচারনা শেষে শুক্রবার সাধারণ সভা করা হয়। এ সভায় আহ্বায়ক কমিটির সকল সদস্যও বক্তব্য রাখেন। পরে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে সভাপতি সম্পাদকসহ অন্যান্য পদে সদস্যদের চয়ন করা হয়। কমিটির অন্যানরা হলেন সহ-সভাপতি আব্দুল আলীম, ফুয়াদ আহমদ মুরাদ, বেলাল হোসেন চৌধুরী, আব্দুল মোক্তাকিন শিপলু, আক্তার হোসেন, রিয়াজুল ইসলাম, দুলাল মিয়া, সহ-সাধারণ সম্পাদক সুলতানুল ইসলাম, সৈয়দ দুলন, আব্দুল হক, মামুনর রশীদ বকস, সাংগঠনিক সম্পাদক নুরুল আমীন খান মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক পারভেজ বকস, শামসুল ইসলাম, আক্তার হোসেন, অর্থ সম্পাদক শহীদুল ইসলাম, সহ-অর্থ সম্পাদক রায়হান আহমদ, দপ্তর সম্পাদক শাওন মজুমদার, প্রচার সম্পাদক শেখ তোফায়েল আহমদ রুকন, প্রকাশনা সম্পাদক আলীম আল মুনিম, সহ-প্রকাশনা সম্পাদক সৈয়দ টিপু আহমদ, সাংস্কৃতিক সম্পাদক শামসুল ইসলাম শাকিল, সহ-সাংস্কৃতিক সম্পাদক টিপু সুলতান, ক্রীয়া সম্পাদক ফয়ছল আহমদ, সহ-ক্রীয়া সম্পাদক ফাহিম আহমদ, সমাজকল্যাণ সম্পাদক সিরাজুল ইসলাম, সহ-সমাজকল্যাণ সম্পাদক জুবায়ের আহমদ, মহিলা বিষয়ক সম্পাদক হাছনা হেনা মনি, সদস্য আসাদুজ্জামান খান আউয়াল, কামরুল হাসান, সুমন আহমদসহ ৫১ সদস্য কমিটি গঠন করা হয়।
সংবাদমেইল২৪.কম/এনআই
Posted ৯:০৮ অপরাহ্ণ | শুক্রবার, ০৬ জুলাই ২০১৮
সংবাদমেইল | Nazmul Islam
.
.