
রাজনগর প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর ২০১৮ | প্রিন্ট
মৌলভীবাজারের রাজনগরের টেংরা শহীদ সুর্দশন উচ্চ বিদ্যালয়কে জাতীয়করণ করায় স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক, ম্যানেজিং কমিটি ও উপজেলা প্রশাসনসহ কয়েক হাজার মানুষের অংশ গ্রহনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে বিশাল আনন্দ শোভাযাত্রা করা হয়েছে।
বুধবার সকালে শোভাযাত্রাটি টেংরাবাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে আবার স্কুলে গিয়ে শেষ হয়। এর আগে স্কুল ক্যাম্পাসে টেংরা ইউনিয়নের চেয়ারম্যান স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ টিপু খানের সভাপতিত্বে এক আনন্দ সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন রাজনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আছকির খান, উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌসী আক্তার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলুদুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াহিদুর রহমান প্রমূখ।
বক্তারা বলেন তৃণমুল পর্যায়ে গ্রামের একটি বিদ্যালয়কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয়করণ করেছেন এতে গ্রামের সাধারণ মানুষ ও চা বাগানের শ্রমিকের সন্তানসহ এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা অল্প বেতনে পড়ার সুযোগ পাবে। এ সময় আরো উপস্থিত ছিলেন শিক্ষক বিজয় কৃষ্ণ ধর, বাবুল দে, শিক্ষক রবেন্দ্র বর্ধন, যুবলীগ নেতা হারুন মিয়া, শিমু পাল অভিবাহক সদস্য আবুল বাসার ফজলে রব, দিগন্ত দেব ভাস্কর, অসিম দাস, ফজলু খান, মো: রুমান ও ভবন দাতা আতাউর বেগসহ বিভিন্ন শ্রেণী পেশার কয়েক হাজার লোক। উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর বিদ্যালয়টিকে জাতীয়করণ করা হয়।
Posted ২:৫৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর ২০১৮
সংবাদমেইল | Nazmul Islam
.
.