
রাজনগর সংবাদদাতা :: | বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারি ২০২২ | প্রিন্ট
রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের মৌলভীচক গ্রামের মিলেরবাজার সংলগ্ন খেলার মাঠে খাঁন গ্রোসারি টি-১৬ প্রাইজমানি ক্রিকেট টুর্নামেন্ট মৌলভীচক ২০২২ এর আয়োজন করা হয়েছে।
খাঁন গ্রোসারি মৌলভীচক এর উদ্যোগে প্রথমবারের মতো এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে বলে জানা গেছে।
খাঁন গ্রোসারি, মৌলভীচকের সত্ত্বাধিকারী মোহাম্মদ খাঁন জানান, আগামী ১৫ ফেব্রুয়ারী বেলা ২টায় ঝাঁক-ঝমক অনুষ্ঠানের মাধ্যমে টুর্নামেন্টের উদ্বোধন করা হবে। মৌলভীচক ক্রিকেট ক্লাবের আয়োজনে টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করবে। গত ৫ ফেব্রুয়ারী ৩ হাজার টাকা এন্ট্রি ফি সহকারে দলগুলো তালিকাভূক্ত করা হয়। টুর্নামেন্টে প্রথম পুরস্কার নগদ ৫০ হাজার টাকা ও ট্রপি এবং ২য় পুরস্কার নগদ ৩০ হাজার টাকা ও ট্রপি।
Posted ১২:১৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারি ২০২২
সংবাদমেইল | Nazmul Islam
.
.