
রাজনগর প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | বৃহস্পতিবার, ১৯ জুলাই ২০১৮ | প্রিন্ট
মৌলভীবাজারের রাজনগরে মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার নানা কর্মসূচির মধ্য দিয়ে এ সপ্তাহের সূচনা করা হয় এ উপলক্ষে উপজেলা মৎস্য বিভাগ পোনা অবমুক্তকরণ র্যালি ও আলোচনা সভার আয়োজন করে। দুপুরে উপজেলা পরিষদ চত্তর থেকে একটি বর্ণাঢ্য র্যাালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে উপজেলা পরিষদ পুকুরে পোনা অবমুক্ত করণের মাধ্যমে মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়। জেলা পরিষদ
অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌসী আক্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন।
পল্লি উন্নয়ন কর্মকর্তা ফজলে রাব্বির সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আছকির খান, সিনিয়র মৎস্য কর্মকর্তা ফণী ভূষন দেব , উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফয়ছল আহমদ প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সজল চক্রবর্তী, মাধ্যমিক শিক্ষা অফিসার মৌলুদুর রহমান, রাজনগর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান শাহানারা রুবি, ফরজান আহমদ প্রমূখ।
Posted ২:৫৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ জুলাই ২০১৮
সংবাদমেইল | Nazmul Islam
.
.