
রাজনগর প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০১৭ | প্রিন্ট
মৌলভীবাজারের রাজনগরে মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৬ জুলাই বুধবার সকালে উপজেলা পরিষদের সামন থেকে র্যালী বের হয়ে উপজেলা পরিষদে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদের হল রুমে আলোচনা সভা ও রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো শরিফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাখী আহমদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাফর আল সাদেক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলুদুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কামান্ডার সজল কুমার চক্রবর্তী, সহকারি শিক্ষা কর্মকর্তা ইফতেখার হোসেন ভূঁইয়া, সহকারি প্রকৌশলী নজরুল ইসলাম।
পরে মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে মাদক বিরোধী রচনা প্রতিযোগিতার আয়াজন করা হয়। এতে উপজেলার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী অংশ নেয়।
সংবাদমেইল২৪.কম/এজেএল/এনআই
Posted ১১:৩৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.