
রাজনগর প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | বুধবার, ১৫ মার্চ ২০১৭ | প্রিন্ট
রাজনগরের ফেন্সিডিল ও গাঁজাসহ মা ও মেয়েকে আটক করেছে মৌলভীবাজার ডিবি পুলিশ।
বুধবার (১৫ মার্চ) বিকালে উপজেলার টেংরা ইউনিয়নের মাথিউড়া চা বাগান থেকে ২১ বোতল ফেন্সিডিল, ১কেজি গাঁজা ও ৫ বোতল ভারতীয় হুইস্কিসহ তাদের আটক করে মৌলভীবাজার ডিবি কার্যালয়ে নিয়ে যায়।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়,উপজেলার মাথিউড়া চা বাগানে গোপন সূত্রে খবর পেয়ে মাদক ব্যবসায়ী গোপাল রাজনভরের বাড়িতে বুধবার বিকালে মৌলভীবাজার ডিবি পুলিশের এসআই নিতাই রায়, এসআই মোমিন ও এসআই সুকমল ভট্টাচার্যের নেতৃত্বে ডিবির একটি দল অভিযান চালায়। গোপাল রাজভরের ঘরে তল্লাশি চালিয়ে ২১ বোতল ফেন্সিডিল, ১কেজি গাঁজা ও ৫ বোতল ভারতীয় হুইস্কি উদ্ধার করে। এসময় ঘরে থাকা গোপাল রাজভরের মা বিদ্যা রাজভর (৬০) ও তার বোন সাবিত্রি রাজভরকে (১৯) আটক করে। পরে তাদের মৌলভীবাজার ডিবি কার্যালয়ে নিয়ে যায়। এঘটনায় ডিবি পুলিশ বাদী হয়ে রাজনগর থানায় মামলা করেছে।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ডিবি পুলিশ আটক করেছে। সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত রাজনগর থানায় তাদের হস্তান্তর করেনি ডিবি।
সংবাদমেইল২৪.কম/এজেএল/এনএস
Posted ৯:১৩ অপরাহ্ণ | বুধবার, ১৫ মার্চ ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.