রাজনগর প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | বুধবার, ১১ জুলাই ২০১৮ | প্রিন্ট
‘পরিকল্পিত পরিবার সুরক্ষিত মানবাধিকার’ এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের রাজনগর উপজেলায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।
বুধবার (১১ জুলাই) উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় ও সীমান্তিক নতুন দিনের বাস্তবায়নে এসএমসি ও ইউএসএআইডি এর আর্থিক সহযোগীতায় যৌথ আয়োজনে সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে র্যালী করা হয়।
পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আছকির খান। উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুর রহমান মামুনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বর্ণালী দাশ, এমআইএসএইচডি ডেপুটি ম্যানেজার মো. কামাল হোসেন, ডিস্ট্রিক্ট টীম লিডার মো. হুমায়ুন কবীর, মেডিকেল অফিসার নজরুল ইসলাম প্রমূখ।
Posted ৬:৫৩ অপরাহ্ণ | বুধবার, ১১ জুলাই ২০১৮
সংবাদমেইল | Nazmul Islam
.
.